রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ নভেম্বর ২০২৩ ০৮ : ০৯Kaushik Roy
কৌশিক রায়: ধনতেরাসের আগে চিন্তায় সাধারণ মানুষ। কারণ, আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম। রবিবার ১ গ্রাম সোনার দাম ছিল ৫৯০৩ টাকা। সোমবার সামান্য কমে তা গিয়ে দাঁড়িয়েছে ৫৮০০ টাকায়। মনে করা হচ্ছে ধনতেরাসের আগে আরও বাড়বে সোনালি ধাতুর মূল্য। তবে উৎসাহে কোনো খামতি নেই বাঙালির। উৎসবের এক সপ্তাহ আগে থেকেই ভিড় লক্ষ্য করা গেল বৌবাজারের সোনার দোকানগুলিতে। ধনতেরাসকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে বৌবাজারের সোনাপাড়া। প্রত্যেক দোকানের বাইরেই আলোর রোশনাই। তার ওপর লেখা বিভিন্ন ডিসকাউন্ট, অফারের কথা। সামনে বিয়ের মরসুম আসছে। তার আগে গয়না বানাতে অনেকেই ঢুঁ মারছেন সোনার দোকানগুলিতে। ধনতেরাস এগিয়ে আসলে অনেক স্বর্ণ ব্যবসায়ী আর পুরনো সোনা নিতে চান না। ফলে, সময় থাকতে থাকতে পুরনো বদলে নতুন গয়না গড়তে দিতেও এসেছেন অনেকে। বেড়েছে অ্যাডভান্স বুকিংয়ের চাহিদাও।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, সোনার দাম বেড়েছে। ফলে, অনেকে আসতে পারছেন না। বাজার খুব ভাল এমনটা বলব না। তবে আশা করি, ধনতেরাস এগিয়ে আসলে আরও মানুষ আসবেন। আমরা ৩৫% ডিসকাউন্ট দিচ্ছি। মজুরির ওপর ছাড় রয়েছে। তাছাড়া বিভিন্ন গিফ্ট রয়েছে। পঞ্চাশ হাজার টাকার ওপর কেনাকাটা করলে রয়েছে বিশেষ উপহার। তবে নতুন গয়না কেনার পাশাপশি দামের ঠেলায় যারা কাবু হয়ে পড়েছেন তাঁদের ভরসা পুরনো গয়না।
বৌবাজার চত্বরে ছোট থেকে মাঝারি বেশ কয়েকটি দোকানে লক্ষ্য করা গিয়েছে এক্সচেঞ্জের ভিড়। মানিকতলার বাসিন্দা অনামিকা সেন তাঁর স্বামীকে নিয়ে এসেছিলেন বৌবাজারের একটি সোনার দোকানে। দেখেশুনে গয়না পছন্দ হলেও চিন্তা বাড়াচ্ছে দাম। জানালেন, "সামনে বাড়িতে বিয়ে রয়েছে। দেখে গেলাম, ভাবনা চিন্তা করে আবার আসব।" ধনতেরাসের আগে যে কোনো ধাতব জিনিস বাড়িতে নিয়ে সারা বছর সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সেটা সোনা, রূপো, কাঁসা, পিতল যাই হোক না কেন। এই উৎসবের আগে গয়নার দোকানে ছাড়ের আশায় মানুষ সবার আগে ভিড় জমান এখানেই।
বৌবাজারের আর এক সোনার দোকানে রয়েছে ৩০% ছাড়। তাছাড়া মজুরির ওপরেও ডিসকাউন্ট রয়েছে। দোকানের কর্ণধার তপন দে জানালেন, "আমাদের কাছে এক্সচেঞ্জ অফারও হয়েছে। অনেকেই এসেছেন পুরনো সোনা বদলে নতুন গয়না নিয়ে যাচ্ছেন। তবে যতটা আশা করেছি ততটা ভিড় এখনও হয়নি। ধনতেরাসের এখনও তো দেরি আছে। শনি-রবিবারে অনেক মানুষ আসবেন আশা করি।" সোনার দাম বাড়ায় রূপোর দিকেও চোখ পড়ছে বাঙালির। সেই আশায় নতুন ডিজাইনের রুপোর গয়নাও দোকানে সাজিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তবে শুধু সোনা নয় ধনতেরাসের আগে অনেকে বাসন, পুজোর থালা, বাটিও কেনেন। বর্তমানে ধনতেরাস, দিওয়ালিতে ছাড় দেওয়া হয় ইলেকট্রনিক্সেও। টিভি, মোবাইল, ল্যাপটপের দোকানগুলিতে বেশ ভিড়। তবে অনলাইন শপিং সাইটের অফারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়েছে দোকানগুলিকে। অনলাইন এবং অফলাইন দু" জায়গাতেই দেখেশুনে তারপর কেনাকাটা করছেন সাধারণ মানুষ।
নানান খবর

নানান খবর

জিনগত কারণেই অ্যাজমা রোগের শিকার শিশুরা নাকি রয়েছে বড় কোন কারণ? কীভাবে নিরাময় সম্ভব, জানুন বিশেষজ্ঞদের মত

আইএসসি-তে শীর্ষ স্থান অধিকার করল কলকাতার মেয়ে সৃজনী, কিন্তু তার নেই কোনও পদবি, কেন?

নিউ টাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য

সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৫৬ শতাংশ

সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন

মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?

টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?

বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক

কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪